English Version

আফগানিস্তানে তুষারধসে নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক::আফগানিস্তানে প্রচণ্ড ঠাণ্ডার পাশাপাশি চলছে ব্যাপক তুষারঝড়সহ দুর্যোগপূর্ণ আবহাওয়া। এতে মধ্যাঞ্চলের দাইকুন্ডি প্রদেশে তুষারধসে দুই পরিবারের ২১ জন নিহত ও অন্তত সাত জন নিখোঁজ রয়েছে। গত দুই মাসে দেশটিতে তুষারধস ও আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ জন।

শুক্রবার আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।প্রচণ্ড তুষারঝড়ে ১০ জন আহত হওয়ার পাশাপাশি সাতজন নিখোঁজ রয়েছেন জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ তামিম আজিমি জানান, এতে ৫০টিরও বেশি ঘর ধ্বংস হয়েছে।ওই এলাকার বেশির ভাগ মহাসড়ক ভারী তুষারপাত ও তুষারধসের কারণে কয়েক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। ঠাণ্ডা আবহাওয়া ও প্রতিকূল পরিস্থিতির কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। নিহতের সংখ্যা বাড়তে পারে।

আফগানিস্তানে শীত শুরু হওয়ার পর থেকে প্রচণ্ড ঠাণ্ডার মাঝে গত দুই মাসে তুষারধস ও আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ জন। আকস্মিক বন্যায় ভেসে গেছে প্রায় আড়াই হাজার বাড়ি।

 

 

সর্বশেষ সংবাদ