নিউজ ডেস্ক::হবিগঞ্জের মাধবপুরে ২০৩ পিস ইয়াবাসহ সজিব মিয়া (২৫) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) ।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের এসআই সুমন ভুইয়ার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি উপজেলা জালুয়াবাদ গ্রামের রজব আলীর।এ ব্যাপারে র্যাব বাদি হয়ে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেছে।