English Version

কমলগঞ্জে স্কুলছাত্র নিখোঁজ

কমলগঞ্জ সংবাদদাতা::মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোররাত সাড়ে ৪টা থেকে তানভীর খান (১৬) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। সে শমশেরনগর বিমান বন্দর সড়কের দেলোয়ার খাঁনের ছেলে। এ ঘটনায় শনিবার দুপুরে কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

নিখোঁজ তানভীর খাঁন (১৬) শমশেরনগর এ এ টি এম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।তার চাচা জাহাঙ্গীর আলম বলেন, সে শনিবার ভোর রাত সাড়ে ৪টার দিকে পরিবারের সবার অজান্তে বাসা থেকে বের হয়ে যায়। আত্মীয় স্বজনদের বাসা বাড়ি ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। ছেলেটি সহজ, সরল প্রকৃতির। তার গায়ের রং উজ্জ্বল ফর্সা, মুখমণ্ডল লম্বাকৃতির, উচ্চতা অনুমান ৫ফুট ৫ ইঞ্চি, সাদা রংয়ের গেঞ্জি ও জিন্স প্যান্ট পরিহিত, শুদ্ধ ভাষায় কথা বলে।

এ ঘটনায় শনিবার দুপুরে কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে (জিডি নং-৪১৬)। তার সন্ধান পেলে পারিবারিক মুঠোফোন ০১৯১৯ ৭১০৬৭৫ ও ০১৭১৯ ৩৭৩০৭৬ নম্বরে তথ্য প্রদানে অনুরোধ জানানো হয়েছে।

 

 

সর্বশেষ সংবাদ