English Version

করোনা ভাইরাসের ভুল চিকিৎসা ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক::করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত পুরো বিশ্ব। প্রাণহানির সংখ্যাও বেড়ে চলেছে দ্রুতই। এমন সময়ে চীনের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে করোনাভাইরাসের ভুয়া চিকিৎসা পদ্ধতি ভাইরাল হয়েছে।

ভুয়া ঐ ভাইরাল হওয়া টুইটার ও ফেসবুকের পোস্টগুলোতে বলা হচ্ছে, ‘চীনের একদল বিশেষজ্ঞ বলেছেন, লবণপানি মুখে নিয়ে কুলি করলে এই নতুন ভাইরাসের আক্রমণ থেকে বাঁচা যাবে।’

তবে বার্তা সংস্থা এএফপি ফ্যাক্টচেক করে জানিয়েছে, পদ্ধতিটি সঠিক নয়। কোনো বিশেষজ্ঞ ব্যক্তি এমনটি বলেননি। এতে বলা হয়, স্যালাইন পানি নতুন ভাইরাস প্রতিরোধে সক্ষম নয়। কেউ যেন এটি শেয়ার না করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এএফপিকে জানায়, স্যালাইন পানি করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করে না।

উল্লেখ্য এশিয়ার কয়েকটি দেশ ছাড়াও এ ভাইরাস ছড়িয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও অস্ট্রেলিয়ায়। সেসব জায়গায় চিকিৎসকদের সতর্ক অবস্থানের নির্দেশনা দেওয়া হয়েছে। এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে হংকংয়ে সর্বোচ্চ মাত্রার জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় প্রশাসন।

 

 

সর্বশেষ সংবাদ