English Version

না ফেরার দেশে চলে গেলেন ওমানের সুলতান আল সাঈদ

আন্তর্জাতিক ডেস্ক : আরব বিশ্বের সবচেয়ে দীর্ঘমেয়াদি শাসক ওমানের সুলতান কাবুস বিন সাঈদ আল সাঈদ মারা গেছেন। তার বয়স হয়ছিল ৭৯ বছর। ক্যানসারসহ বিভিন্ন ধরনের বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, দেশটির আদালতের বিবৃতিতে বলা হয়েছে, গতকাল শুক্রবার সুলতান কাবুস মারা যান। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দেশটির রয়্যাল কোর্ট।

গত মাসে বেলজিয়াম থেকে চিকিৎসা নিয়ে তিনি দেশে ফিরেছিলেন। তিনি ক্যানসারে ভুগছিলেন বলে জানা গেছে।

দেশটির গণমাধ্যম জানিয়েছে, সুলতান কাবুস অবিবাহিত ছিলেন এবং তার কোনো উত্তরাধিকারী কেউ ছিলেন না। সুলতানের মৃত্যুতে দেশটিতে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।

সুলতান কাবুস ১৯৭০ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে ওমানের ক্ষমতায় আসেন। এরপর দীর্ঘ ৫০ বছর ধরে ওমান শাসন করেছেন তিনি।

সুলতানেতের সাধারণ আইন অনুসারে, ৫০ জন পুরুষ সদস্য নিয়ে গঠিত রয়্যাল ফ্যামিলি কাউন্সিল সিংহাসন শূন্য হওয়ার তিন দিনের মধ্যেই নতুন সুলতান বেছে নেবেন।

তবে পরিবার সম্মত না হলে প্রতিরক্ষা সদস্য কাউন্সিল এবং সুপ্রিম কোর্টের চেয়ারম্যান, কনসুলেটিভ কাউন্সিল ও স্টেট কাউন্সিল মিলে সুলতানের সিল করে রাখা গোপন খাম খুলে তার রেকর্ড করে রাখা পছন্দের ব্যক্তিকে সিংহাসনে বসাবেন।

 

সর্বশেষ সংবাদ