English Version

বিশ্ব এইডস দিবসে সিভিল সার্জনের আলোচনা ও র‌্যালী

বিশ্ব এইডস দিবস উপলক্ষে সিলেট সিভিল সার্জনের উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। ১ ডিসেম্বর রোববার সকাল ১০টায় সিভিল সার্জন কার্যালয় থেকে র‌্যালীটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে পুনরায় সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়।
সিলেট সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডলের সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডা. আমজাদ হোসেনের পরিচালনায় র‌্যালী পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডা. দেবপদ রায়।
বক্তব্য রাখেন সহকারি পরিচালক ডা. মো. আনিসুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুরে আলম শামীম, ডা. আহমদ সিরাজুন মুনীর, মেডিকেল অফিসার ডা. মঈনুল আহসান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুজন বনিক, মেডিকেল অফিসার ডা. শামীম, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিয়াউল ইসলাম ছাড়া অন্যান্য এনজিও প্রতিনিধি, সিভিল সার্জন কার্যালয়ের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

 

সর্বশেষ সংবাদ