English Version

জগন্নাথপুরে দীর্ঘ ১৬ বছর পর শপথ গ্রহন

ওয়াহিদুর রহমান ওয়াহীদ,জগন্নাথপুর:: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় দীর্ঘ ১৬ বছর পর মীরপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত জন প্রতিনিধিদের শপথ গ্রহন অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছ।
(২৭ নভেম্বর) বুধবার জগন্নাথপুর উপজেলা পরিষদ কর্তৃক সম্মেলন কক্ষে আায়োজিত অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্ম-কর্তা মাহফুজুল আলম মাসুম।

৩টি সংরক্ষিত নারী আসন ও ৯ টি ওয়ার্ডের সাধারণ সদস্য নিয়ে গঠিত মিরপুর ইউনিয়ন পরিষদ। নব-নির্বাচিত সদস্যদের মধ্যে রয়েছেন, ১,২,৩ সংরক্ষিত নারী আসনে হাসনা হেনা,৪,৫,৬ আসনে নাজমিন আক্তার মিনা, ৭,৮,৯ ফুল বেগম, সাধারণ সদস্য ১নং ওয়ার্ডের মো. খলিল উদ্দিন, ২নং ওয়ার্ডের মো. মাহবুব হোসেন, ৩নং ওয়ার্ডের মো. হোসেন রাসেল, ৪নং ওয়ার্ডের মো. হাফিজুর রহমান খালেদ, ৫নং ওয়ার্ডের মো. আব্দুস শহীদ, ৬নং ওয়ার্ডের মোজাম্মিল খান, ৭নং ওয়ার্ডের আব্দুল ওহাব, ৮নং ওয়ার্ডের মোস্তাক আহমদ, ৯নং ওয়ার্ডের নেওয়ার হোসেন। শপথ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান ফারাজানা আক্তার, কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, মিরপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মাহবুবুল হক শেরীন, ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি উপজেলা আওয়ামী লীগ নেতা আকমল খান, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সহ সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রসংঙ্গতঃ বিশ্বনাথ ও জগন্নাথপুর উপজেলার সীমানা জটিলতা সংক্রান্ত ব্যাপারে মামলা আদালতে নিস্পতি হওয়ায় দীর্ঘ ১৬বছর পর মিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন গত ১৪ অক্টোবর সম্পন্ন হয়। এ দিকে(২৫ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ মিরপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মাহবুবুল হক শেরীনকে শপথ বাক্য পাঠ করান।

 

সর্বশেষ সংবাদ