English Version

ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন সালমান (ভিডিও)

বিনোদন ডেস্ক:: চলতি বছরের ২০ ডিসেম্বর মুক্ত পাচ্ছে সালমান খানের দাবাং থ্রি। আর এই সিনেমাটির টাইটেল সং হুড় হুড় দাবাং দাবাং নিয়ে আপত্তি তুলল হিন্দু জনজাগ্রিতি সমিতি। বলা হচ্ছে, ধর্মীয় ভাবাবেগে আঘত করেছে দাবাং থ্রি। কখনো মৌলনা-মৌলবি কিংবা ফাদার-বিশপের সাজে সিনেমায় কাউকে নাচতে দেখেছেন, তাহলে শিব-ব্রক্ষ্মা-বিষ্ণুর সাজে কিভাবে কেউ সালমানের সঙ্গে নাচতে পারেন?-খবর জি নিউজের।

হিন্দু জনজাগ্রিতি সমিতির দাবি, সালমান খানের দাবাং থ্রি-র হুড় হুড় দাবাং গানে যেভাবে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে, তা সমর্থনযোগ্য নয়।

শুধু তাই নয়, এই গানে সালমানের সঙ্গে সাধুদের যেভাবে নাচতে দেখা গিয়েছে, তা হিন্দুদের ভাবাবেগে আঘাত করছে। সাধুদের আপত্তিজনকভাবে নাচ গান করিয়ে, তাদের প্রতি অশ্রদ্ধা দেখানো হয়েছে এ বছরের ২০ ডিসেম্বর মুক্ত পাচ্ছে দাবাং থ্রি।

সালমানের বিপরীতে আছেন সোনাক্ষী সিনহা।

 

সর্বশেষ সংবাদ