English Version

সিনেপ্লেক্সে জোকার দেখতে দর্শকের উপচে পড়া ভিড়

বিনোদন ডেস্ক:: গোথাম শহরের এক ব্যর্থ কমেডিয়ানের গল্পে নির্মিত হয়েছে ‘জোকার’। শিল্পীর সম্মানের বদলে অবহেলা-অশ্রদ্ধায় ঠকতে ঠকতে একসময় উন্মাদ হয়ে যায় সে। একপর্যায়ে নিজেই হয়ে পড়ে নৃশংস অপরাধী। সাড়ে পাঁচ কোটি মার্কিন ডলার ব্যয়ে নির্মিত ডিসি ফিল্মসের এ ছবিটি আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে যাচ্ছে ৪ অক্টোবর।

বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পেয়েছে জোকার। সারা বিশ্বের কাছে সমাদৃত হচ্ছে এই চলচ্চিত্রটি। ঢাকার স্টার সিনেপ্লেক্সও কাঁপাচ্ছে ‘জোকার’। সিনেপ্লেক্সে এই ছবি দেখতে এখন দর্শকের উপচে পড়া ভিড়। প্রতি দিনই সিনেমাটির দর্শক বাড়ছে।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ বললেন, ‘সিনেমাটি দর্শকের আগ্রহ বাড়ছে। এখন স্টার সিনেপ্লেক্স কাঁপাচ্ছে জোকার। সিনেমাপ্রেমীরা ব্যাপক উৎসাহ-উদ্দিপনা নিয়ে ছবিটি উপভোগ করছেন। প্রায় প্রতিটি শো হাউজফুল যাচ্ছে।’

ঢাকা শহরের রাস্তাতে জোকারের বেশে চলতে দেখা গেলো একজনকে। মেসবাহ উদ্দিন আহমেদ মজা করেই বললেন, ‘আশির দশকের শুরুর দিকে কাল্পনিক গোথাম শহর কেঁপে উঠতো জোকারের আতঙ্কে। এই নির্মম খুনীকে এখন ঢাকার বিভিন্ন রাস্তায় দেখা যাচ্ছে,। সবাইকে সাবধান থাকার অনুরোধ জানানো হচ্ছে এবং তাকে দেখে কখনোই হাসবেন না।’

‘ব্যাটম্যান’র সেই কুখ্যাত খলনায়ক জোকারের ব্যক্তিগত কাহিনী নিয়ে নির্মিত সিনেমা ‘জোকার’। ভেনিস চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রিমিয়ার প্রদর্শনীর পর দর্শক-সমালোচকরা এর প্রশংসা করেছেন। নামচরিত্রের অভিনেতা জোয়াকুইন ফিনিক্স ভেসেছেন প্রশংসার জোয়ারে। জোয়াকুইন ফিনিক্স হলেন ডিসি কমিকস্ সিরিজের সবচেয়ে ভয়ংকর সুপার ভিলেন চরিত্রের রূপদানকারী।

‘দ্য ব্যাটম্যান’ সিনেমার প্রতিশোধ পরায়ন তুখোড় খলনায়ক ছিলেন তিনি। এবার টড ফিলিপস্ পরিচালিত ‘জোকার’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছেন এই অভিনেতা। ‘জোকার’ ডিসি কমিকস ইউনিভার্সের অংশ হলেও এতে ব্যাটম্যান বা অন্য কোনো সুপারহিরোকে যুক্ত করা হয়নি এখানে।

গল্প আবর্তিত হয়েছে শুধু জোকারকে কেন্দ্র করে। এ ছবিতে আগের কোনো সিনেমার প্রভাব নেই। ফিনিক্স বলেন, তারা চাননি কোনো পুনরাবৃত্তি ঘটুক। ছবিতে আরও অভিনয় করেছেন রবার্ট ডি নিরো ও মার্ক ম্যারন।

 

সর্বশেষ সংবাদ