English Version

হবিগঞ্জে বাস ও টমটমের মুখোমুখি সংঘর্ষ: চালক নিহত, আহত ১০

হবিগঞ্জ সংবাদদাতা:: হবিগঞ্জে বাস ও টমটমের মুখোমুখি সংঘর্ষে সাইফুল মিয়া (২৫) নামে টমটম চালক নিহত হয়েছেন। সে লাখাই উপজেলার পূর্ব বুল্লা গ্রামের ফজল মিয়া ছেলে। আর এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ফুল মিয়া (৫৫), জাহির (২০), জাকির (২৮), শেফু মিয়া (৩৫) ও আজিজুর রহমান (২২) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

রোববার (৬ অক্টোবর) দুপুর ২ টার দিকে লাখাই সড়কের ভাদিকারা নামক স্থানে এ ঘটনা ঘটে।

আহত সূত্রে জানা যায়, রোববার দুপুরে কোর্ট স্টেশন থেকে যাত্রীবাহী একটি বাস লাখাইয়ের উদ্দেশ্যে রওনা হলে বেলা ২ টার দিকে ওই স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সাথে সংঘর্ষ বাধে।

এতে টমটমটি ধুমরে-মুচড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় উল্লেখিতরা আহত হয়। পরে স্থানীয় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় সাইফুল মিয়ার মৃত্যু হয়।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

 

সর্বশেষ সংবাদ