English Version

জীবনের সেরা সেলফি

আন্তর্জাতিক ডেস্ক:: এটাই তার জীবনের সেরা সেলফি। এর আগে যত সেলফি তোলা হয়েছে তার মধ্যে এটাই সবচেয়ে সেরা। এভাবেই নিজের তোলা একটি সেলফির কথা উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রের এক কিশোর।

এই সেলফি সেরা হবে বা না কেন? কারণ ওই কিশোরের সঙ্গে তোলা সেলফিতে রয়েছেন বিশ্বের দুই শক্তিশালী দেশের রাষ্ট্রপ্রধান। যুক্তরাষ্ট্রের হিউস্টনে হাউডি মোদি অনুষ্ঠানের ফাঁকে স্টেজের পেছনে নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকজন শিশুর সঙ্গে কথা বলেন।
তখনই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে আসা এক কিশোর তাদের দুজনের সঙ্গে সেলফি তোলার আবদার করে বসে। আর সঙ্গে সঙ্গেই এই আবদার মেটাতে এগিয়ে আসেন দুই রাষ্ট্রপ্রধান। তারা হাসিমুখেই সেলফি তুলেছেন ওই খুদে ভক্তের সঙ্গে।

এরপরই ওই সেলফি ভাইরাল হয়ে গেছে সামাজিক মাধ্যমে। ভিডিওতে দেখা গেছে, সেলফির আবদারের পরই মোদি ও ট্রাম্প দুই বন্ধুর মতো দুজন দুজনের কাঁধে হাত দিয়ে হাসিমুখে ছবি তুলছেন। ফলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের দুই রাষ্ট্রপ্রধানের সঙ্গে এক ফ্রেমে চলে এসেছে ভারতীয় বংশদ্ভূত এই কিশোরও। এটি তার জীবনের একটি অন্যতম স্মরণীয় দিন।

 

সর্বশেষ সংবাদ