English Version

‘১ টাকায় এরশাদ যখন বাড়ি দেন তখন ভালো, এখন তিনি খারাপ’

নিউজ ডেস্ক:: আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, এরশাদ যখন এক টাকায় বেগম খালেদা জিয়াকে গুলশানে একটি বাড়ি, ক্যান্টমেন্টে ভিতর সাড়ে ২২ বিঘার একটি বাড়ি দিয়ে দেন তখন তিনি ভালো। এখন যখন গণতন্ত্র রক্ষা করেছেন এখন তিনি খারাপ। এরশাদের আমলের মন্ত্রী ব্যারিষ্টার মওদুদ আহাম্মদেরা এখন গণতন্ত্র রক্ষা করছেন।

মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া রেলওয়ে জংশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘যখন উনি ( মির্জা ফখরুল) এ বক্তৃতা দেন তখন ওনার ডানে বামে কে ছিল আপনারা কি দেখেছেন? দেখেননি! উনার ডানে ছিল মওদুদ আহমেদ। মওদুদ আহমেদ এরশাদের কী ছিলেন? উনারা গণতন্ত্র বাঁচিয়ে রেখেছেন মওদুদকে নিয়ে।’

খালেদা জিয়া প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া এতিমের টাকা চুরি জেল খাটছে, তাকে যদি জামিন দিতে হয় তার এখতিয়ার একমাত্র আদালতে বলে তিনি উল্লেখ করেন। ওনাদের (বিএনপির) কথা জনগণ আর বিশ্বাস করে না।’

এ সময় মন্ত্রীর সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল ও আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ