English Version

২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করার ঘোষণা সিসিক মেয়রের

সময়ের যাত্রী ডেস্ক:: পবিত্র ঈদুল আজহায় এ বছরও ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করার ঘোষণা দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

শনিবার (১০আগস্ট) দুপুরে নগর ভবনে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণের লক্ষ্যে বর্জ্য ব্যবস্থাপনা শাখার সংশ্লিষ্ট কর্মকর্তা ও পরিচন্নকর্মীদের সঙ্গে এক বৈঠকে তিনি এ ঘোষণা দেন।
মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘এবছরও ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে’।

পরিচ্ছন্নতা শাখার সংশ্লিষ্টদের উদ্দেশ্যে সিসিক মেয়র বলেন, ‘আপনাদের সম্মতি নিয়ে আমি নগরবাসীকে আশ্বস্ত করতে চাই, গতবছরের মতো এবারও ২৪ ঘণ্টার মধ্যে আমরা কোরবানির বর্জ্য অপসারণ করবো।’
তিনি বলেন, এ বছর সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ড এলাকায় মোট ৩০টি স্থান পশু কোরবানির জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেখানে প্যান্ডেল, পানিসহ যাবতীয় ব্যবস্থা থাকবে। এ জন্য নগরবাসীকে নির্ধারিত স্থানে কোরবানি দেওয়ার অনুরোধ জানিয়ে মেয়র বলেন, যদি নির্ধারিত স্থানে কোনও কারণে কোরবানি দেয়া সম্ভব না হয় তাহলে যেখানেই করবেন সেখানে পানি কিংবা রক্ত সংরক্ষনে রাখবেন। ড্রেন বা নালায় কোরবানীর বর্জ্য না ফেলতেও অনুরোধ জানান মেয়র আরিফুল হক চৌধুরী।

 

সর্বশেষ সংবাদ