English Version

ধোনির দেশপ্রেমে মুগ্ধ কটরেল

স্পোর্টস ডেস্ক:: উইকেট শিকারের পর শেল্ডন কটরেলের আর্মি স্যালুট এখন ক্রিকেট দুনিয়ায় বিখ্যাত হয়ে গেছে। সেই তিনি মুগ্ধ মহেন্দ্র সিং ধোনির দেশপ্রেমে। রোববার আর্মি পোশাক পরা মাহির একটি পুরনো ভিডিও টুইটারে পোস্ট করেন ক্যারিবীয় পেসার।

ক্যাপশনে কটরেল লেখেন, এ মানুষটি ক্রিকেট খেলায় সবার কাছে অনুপ্রেরণা। শুধু মাঠে নয়, তিনি একজন একজন খাঁটি দেশপ্রেমিক; যিনি নিজের কর্তব্যের ঊর্ধ্বে গিয়ে দেশের জন্য কিছু করতে চান।

এখানেই শেষ নয়। তিনি আরো টুইট করেন। উইন্ডিজ পেসার লেখেন, গেল কয়েক সপ্তাহ ধরে আমি জ্যামাইকার বাসায় আছি। ধোনির ওই ভিডিওটা আমি বন্ধু এবং আত্মীয়দের দেখিয়েছি। তারা সবাই জানে, দেশকে সম্মান এবং ভক্তি করাটা আমার কাছে কত বড় ব্যাপার। এ ভিডিওতে একটি চিত্র খুব ভালোভাবে ফুটে উঠছে। স্বামী-স্ত্রীর দেশ ও নিজেদের প্রতি ভালোবাসা। এ ভিডিও আমি যেভাবে উপভোগ করেছি, আশা করব বাকিরাও সেভাবে করবে।

 

সর্বশেষ সংবাদ